চাটমোহরে স্কুল ও বসতঘরে ৭৩টি গোখরা

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাবনার চাটমোহরে এবার বসতঘর ও একটি সরকারি স্কুল থেকে ৭৩টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পিটিয়ে মেরে ফেলা হয়।

শনিবার রাতে পৌর শহরের দোলং মহল্লার আসান আলীর বাড়ি থেকে ৬০টি ও সকালে নিমাইচড়া ইউনিয়নের করকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৩টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। এসময় উভয় এলাকা থেকে মা সাপ পালিয়ে যায়।

জানা গেছে, আসাব আলীর বাড়ির লোকজন টিভি দেখার জন্য ঘরের কোনে রাখা মাদুর নিতে গেলে কয়েকটি গোখরা সাপের বাচ্চা মাদুরের সঙ্গে বেড়িয়ে আসে।

পরে চিৎকারে প্রতিবেশীরা এসে রাত ১১টা পর্যন্ত ঘরের মাটি খুঁড়ে একে একে ৬০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে পিটিয়ে মেরে ফেলে।

অপরদিকে উপজেলার করকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিন বেলা ১১টার দিকে পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালীন অবস্থায় এক ছাত্রী স্কুল রুমের দেয়ালের ফাঁকে (ফাঁটল অংশে) একটি সাপ দেখতে পায়। পরে দেয়ালের ওই ফাটল থেকে একে একে ১৩টি গোখরা সাপের বাচ্চা বের হয়।

পরে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়। এ ঘটনার পর পুরো চাটমোহর জুড়ে সাপ আতংক বিরাজ করছে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মীর কাশেম আলীর বসত বাড়ির পরিত্যক্ত ঘর থেকে ১৭টি গোখরা উদ্ধার করে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।

পূর্ববর্তী নিবন্ধসংসদ নির্বাচনে ইসির রোডম্যাপ প্রকাশ আজ
পরবর্তী নিবন্ধছয় মাসে যুক্তরাজ্য-ওয়েলসে ৪শ এসিড হামলা