চাকরি জাতীয়করণের দাবিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা চালু, পাঁচ শতাংশ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

শনিবার, ২০ মে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার স্বপ্ন ছিল মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার বাবার অসমাপ্ত কাজ আপনি সমাপ্ত করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া উচিত- শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বলে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় সমালোচনা করে সংগঠনের মহাসচিব মহসীন রেজা বলেন, আমাদের নিয়ে ইঁদুর-বেড়াল খেলবেন না।

মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসরকার দেশের গণতান্ত্রিক চর্চা ব্যাহত করতে চাচ্ছে: ফখরুল
পরবর্তী নিবন্ধঐশ্বরিয়ায় মজেছে কান