পপুলার২৪নিউজ ডেস্ক:
আসন্ন চন্দ্র অভিযানের অংশ হিসেবে চাঁদেই ফসল ফলানোর প্রস্তুতি নিচ্ছেন গবেষকরা। আর এজন্য চাঁদের মাটিতে আলু চাষের পদক্ষেপ নিচ্ছেন চীনের বিজ্ঞানীরা।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।
গবেষকরা জানান, আগামী বছরই চ্যাং’ই-ফোর নামে চাঁদে অভিযান চালাবে চীন। সে সময়ই ছোট সিলিন্ডারের মধ্যে আলু সিল করে পাঠানো হবে। সিলিন্ডারের ভেতরে ‘মিনি ইকোসিস্টেম’ ব্যবস্থা থাকবে। সেখানে গুটিপোকার লার্ভাও পাঠানো হবে।
এই প্রকল্পের প্রধান নকশাকার ও চংকিং ইউনিভার্সিটির অধ্যাপক জি জেংজিন বলেন, চাঁদের মাটিতে আলু চাষের আগে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। এ জন্য আগে সেখানে কীটপতঙ্গ পাঠানো হবে।
চায়না রেডিও ইন্টারন্যাশনাল বলছে, চাঁদের জমিতে আলুর চারা বেঁচে থাকবে কি না, তা নিশ্চিত হতেই বিজ্ঞানীরা চাঁদে কীটপতঙ্গ পাঠানোর পরিকল্পনা করছেন।