পপুলার২৪নিউজ,চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরের ফরাজিকান্দি আলওয়েসিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিলে আয়োজকদের মধ্যে বিরোধের কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ বুধবার সকাল থেকে আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুল ইসলাম এ আদেশ জারি করেন।
মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, ওই দরবার শরীফের কর্তৃত্ব নিয়ে গত তিন বছর ধরে চাচা শায়খ মোস্তাক আহমেদ ও ভাতিজা শায়খ মাসুদ আহমেদের মধ্যে বিরোধ চলছে। আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে বিবদমান উভয় পক্ষ বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের আহ্বান করেন। এতে বিবদমান পক্ষগুলোর মধ্যে সহিংস ঘটনার আশঙ্কায় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেন।
প্রসঙ্গত, ফরাজিকান্দি ওয়েসিয়া দরবার শরীফের পীর শায়খ মাঞ্জুর আহমেদ ২০১৩ সালে সৌদি আরবের মদিনায় ইন্তেকাল করেন। সেখানেই তাঁকে সমাহিত করা হয়। কিন্তু তাঁর বাবা শায়খ বোরহানউদ্দিন (রহ.) প্রতিষ্ঠিত দরবার শরীফের কর্তৃত্ব নিয়ে ছোট ভাই শায়খ মোস্তাক আহমেদ ও শায়খ মাঞ্জুর আহমেদের ছেলে শায়খ মাসুদ আহমেদের মধ্যে বিরোধ শুরু হয়। এ নিয়ে গত দুই বছর আগে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন।