পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ চা শিল্পে বিটি-১৯, বিটি-২০ নামের দুটি নতুন জাতের ক্লোন চা অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) বাংলাদেশ চা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ নতুন জাতের চা দু’টি অবমুক্ত করা হয়।
বিটি-১৯ অবমুক্ত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিটি-২০ অবমুক্ত করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাংলাদেশের চা শিল্পের সম্ভাবনা ও বিকাশ তুলে ধরতে প্রথমবারের মতো চা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চা বোর্ড। এ প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন জাতের তুলে ধরা হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান আর দাশির কবির ও টি ট্রেডিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শান্তনু বিশ্বাস প্রমুখ।