মুজিব উল্ল্যাহ্ তুষার :
চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকার বিএফআইডিসি সড়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্মুক্ত ময়লার ভাগাড়ে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা ভাগাড় সংলগ্ন বৌদ্ধ মন্দিরটি যখন ছুঁই ছুঁই করছিল, ঠিক ওই সময়টাতে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানো শুরু করে। প্রায় আধঘন্টা প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার সময় ভাগাড়ে ফেলা পোশাক কারখানার পরিত্যক্ত জুটে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।
আগুন লাগার জায়গাটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উন্মুক্তভাবে ময়লা ফেলতো। জনস্বাস্থ্য বিবেচনায় গণমাধ্যমের সমালোচনার মুখে তা বন্ধ হয়। পরে মোট সাড়ে ১১ একর জায়গায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে চসিক চুক্তি বদ্ধ হয় আইটি পার্ক নির্মাণে।