চলচ্চিত্র পরিবারের বাধা, এফডিসির শুটিং চলে গেল হয়দরাবাদে

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশেই শুটিং হওয়ার কথা ছিল। এফডিসির ৪ নম্বর ফ্লোরে একদিন ক্যামেরাও ওপেন হয়েছিল।

কিন্তু চলচ্চিত্র পরিবারের বাধার কারণে শুটিং আর এগোতে পারেনি। স্পটে পুলিশও হাজির হয়েছিল। বাধ্য হয়ে পরিচালক রাজা চন্দ শুটিং প্যাকআপ করেন। দীর্ঘ এক মাস পর আবার শুরু হয়েছে ‘বেপরোয়া’। তবে বাংলাদেশে নয়, শুটিং চলছে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে।
এ নিয়ে মোটেও অখুশি নন প্রযোজক জাজের কর্ণধার আব্দুল আজিজ, ‘বাংলাদেশে শুটিং না করে কিন্তু আমার লাভই হয়েছে। খরচ কমেছে। ৪০ দিনের শুটিং আমি মাত্র ৩০ দিনে শেষ করতে পারছি। তাতে খরচ বাঁচবে অন্তত ৪০ লাখ টাকা।

অন্যদিকে ক্ষতি হলো এফডিসির। প্রডাকশন বয়, লাইট বয়, ট্রলি, মেকআপম্যান থেকে শুরু করে এফডিসি— সবাই পারিশ্রমিক থেকে বঞ্চিত হলো। কই! গত এক মাসে কয়টা ছবির শুটিং হয়েছে এফডিসিতে? অথচ আমরা টানা শুটিং করতে চেয়েছিলাম। যা হোক, সরাসরি বলতে চাই, কোনো দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে সবাইকে কাজ করার সুযোগ দিতে হবে। এতে চলচ্চিত্রের মঙ্গল হবে। তা না হলে দিন দিন এভাবে দেশের টাকা অন্যত্র চলে যাবে। ’ ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ববি ও রোশান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধউত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক