চবিতে চান্সপ্রাপ্ত মানোয়ন্ননকৃত শিক্ষার্থীদের পাশে সাধারন শিক্ষার্থীরা

দোস্ত মোহাম্মদ, চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মানোয়ন্নয়নকৃত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে মানববন্ধন করেছেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ,ছাত্র ইউনিয়ন,বাংলাদেশ ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), বাংলাদেশ ছাত্র ফেডারেশন সংহিত প্রকাশ করেছেন।

আজ ১১অক্টোবর দুপুর ১২টার দিকে  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়েছে। এসময় শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ডে স্লোগান লেখা থাকে, যোগ্যদের সুযোগ দাও,প্রশাসনের ভুলের দায় পরীক্ষার্থীরা নেবে না।

এসময় আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন,আমরা আমাদের যোগ্যতা দিয়ে এসেছি। কেন আমাদের ভর্তি করা হচ্ছেনা, তাই শান্তিপূর্ণ আন্দোলনে এসেছি। ভর্তি সুযোগ না দিলে আমাদের স্বপ্নকে নয় একটি পরিবারের স্বপ্নকে নষ্ট করে দিবে। এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

আন্দোলনরত বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা বলেন, একটা দেশ বিশৃঙ্খলা দিয়ে চলতে পারে না। তার সংবিধান থাকতে হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়েও সুনির্দিষ্ট নিয়মকানুন আছে। শিক্ষার্থীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে।বিশ্ববিদ্যালয় প্রসাসন তাদের ভর্তি করা হবে না কেন সুনির্দিষ্ট ব্যাখ্যা দিচ্ছে না। এসব জটিলতা দায় প্রশাসনকে নিতে হবে।

সংহতি বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন,আমাদের মৌলিক উদ্দেশ্য শিক্ষা। এই মৌলিক শিক্ষা নিশ্চিত করতে আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পক্ষে। প্রশাসনের অস্পষ্ট বিজ্ঞপ্তির জন্য তাদের শিক্ষার জীবন হুমকির সম্মুখীন হয়েছে। শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে হবে।বিভিন্ন বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল বিরাজ করছে। এর পেছনে একটি চক্র জড়িত। আমরা এই বিষয়ে সচেতন। আমি প্রশাসনের কাছে দাবি জানায় এই বিষয়টা দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন সুনিশ্চিত করতে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ধীষণ প্রদীপ চাকমা বলেন,ভর্তি প্রক্রিয়ায় অব্যবস্থাপনাগুলোর কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুন্ন হয়েছে। তাই আগামী বছর থেকে যাতে এই ধরণের অব্যবস্থাপনা না হয় সেজন্য ভর্তি প্রক্রিয়ার অনিয়ম ও অব্যবস্থানার তদন্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনার দায় মানোন্নয়নকৃত শিক্ষার্থীদের উপর না চাপিয়ে এবছর তাদের ভর্তির সুযোগ দিতে হবে। নতুবা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

চবি শাখা বাংলদেশ ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) সাধারন সম্পাদক সায়মা আক্তার নিশু বলেন,আমরা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। শিক্ষার্থীদের স্বপ্ন ভঙ্গ না করে তাদের ভর্তির সুযোগ দিতে হবে

বাংলাদেশ ছাত্র ফ্রন্ট সভাপতি আইরিন সুলতানা বলেন, শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে ভর্তি সুযোগ করে দিন।তাদের স্বপ্নটাকে ভেঙ্গে অন্ধকারে ফেলে দিবেন না।প্রশাসনের তাদের ভূল শুধরে ভর্তির সুযোগ করে দিতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে, “২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য যারা ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলে আবেদনের যোগ্য ছিল না, তবে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (মান উন্নয়ন) অংশগ্রহণ করে যোগ্যতা অর্জন করছে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আবেদন গ্রহণ করে প্রবেশপত্র ও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয়।

পূর্ববর্তী নিবন্ধনানা হলেন ডিপজল
পরবর্তী নিবন্ধ৩৪ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা