চবি ছাত্র ইউনিয়নের ৩১তম সম্মেলন শুরু 

দোস্ত  মোহাম্মদ, চবি প্রতিনিধি
“পূর্ণাঙ্গ আবাসন-পরিবহন সুবিধা ও গবেষণাবান্ধব মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস চাই” এই স্লোগানকে ধারন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই দিনব্যাপী ৩১সম্মেলন শুরু হয়েছে।
আজ ২৬সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় জারুতলায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন,আমাদের ছাত্র আন্দোলন দীর্ঘ সময় অতিবাহিত করেছিলাম এরশাদ স্বৈরাচারী বিরোধী আন্দোলনে। ১৯৯০ এর স্বৈরাচার বিদায় করেছিলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল দেশের সাধারণ মানুষও অংশ নিয়েছিল। একটা শান্তির দেশ গঠনের জন্য। আজ আমাদের মধ্যে লোভ ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি আমি চিন্তা করি আমরা চিন্তা করতে পারি না। শিক্ষক থেকে শুরু করে কর্মচারী,রিক্সাওয়ালা  উপর মহল পর্যন্ত এই রাজত্বে বাংলদেশ চলছে।এই রাজত্বের জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই।দেশ স্বাধীন হওয়ার জন্য চাই সাম্যের সমাজ,নাগরিক সামাজিক মর্যাদা,চাই সামাজিক ন্যায় বিচার।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হওয়ার কথা ছিল উচ্চশিক্ষা। আর উচ্চ শিক্ষা মানে হল গবেষণা।  ৭৩’র বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বোধহয় শিক্ষকরা পড়েও দেখেন না। কেননা সেখানে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আবাসিক ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। অন্যদিকে গত কয়েক দশক আগে শাটলে যে পরিমাণ বগি ছিল, সেটি আর বাড়ানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হচ্ছে জ্ঞান তৈরি আর হাজার বছরের অর্জিত জ্ঞান ছাত্রদের মাঝে বিতরণ করা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপুর সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সভাপতি ধীষণ প্রদীপ চাকমা।এসময় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই সম্মেলন চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ছেলেদের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন ৭০ বছর বয়স্ক বাবা 
পরবর্তী নিবন্ধঢাকার পীরেরবাগে ইসলামী ব্যাংকের ‘ব্যাংকিং বুথ’ উদ্বোধন