জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি বাড়ি থেকে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার রায়পুরা ইউনিয়নের খুদ্দ গহিরার আবুল কাশেমের বাড়ি থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ।
তিনি বলেন, “আবুল কাশেম ও তার ছেলে তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা। তারা মিয়ানমার থেকে ইয়াবা এনে বিভিন্ন জায়গায় সরবরাহ করে। ইয়াবার একটি চালান আসছে বলে পুলিশের কাছে আসা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল গত তিন ধরে আনোয়ারায় কাজ করে আসছে। ”
এ ব্যাপারে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, “কাশেম মিয়ানমার থেকে ট্রলারে করে চট্টগ্রামে ইয়াবা নিয়ে আসেন, আর তার ছেলে মুছা ইয়াবা বিক্রির বিষয়টি দেখাশোনা করে। গভীর সমুদ্র থেকে ইয়াবাগুলো এনে গহিরা, পতেঙ্গা, সীতাকুণ্ডসহ বিভিন্ন এলাকায় খালাস করে। ”
ওসি বলেন, “ইয়াবার বড় একটি চালান আসছে সে খবরে তিন দিন ধরে গহিরা এলাকায় পুলিশ অবস্থান নেয়। এরপর আমরা জানতে পারি ট্রলারের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ইয়াবাগুলো অন্য কোনো স্থানে নিয়ে যেতে পারছে না। বৃহস্পতিবার কোনো এক সময়ে ইয়াবাগুলো খালাস করে কাশেমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ”
এই তথ্যের পর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে কাশেমের বাড়ির একটি কক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা দুলাল।
তবে তার ভাষ্য, পুলিশের অভিযান টের পেয়ে কাশেম ও মুছা আগে থেকেই বাড়ি থেকে সটকে পড়েছিল।