কামাল পারভেজ,চট্টগ্রামঃ
চট্টগ্রাম মহানগরীতে গড়ে ওঠা অবৈধ বস্তিতে মাদকের রমরমা ব্যবসা চলছে। এসব
ব্যবসায় নিয়ন্ত্রণ করছে কতিপয় রাজনৈতিক বড় ভাই মাদক ব্যবসায়ীরা। প্রশাসনকে
অনৈতিকভাবে ম্যানেজ করে চলছে তাদের ব্যবসায়। প্রশাসনের নিষ্ক্রিয়তায় বস্তিগুলো
এখন মাদকব্যবসায়ীদের স্বর্গরাজ্য। এসব বস্তিতে প্রতিদিন বিকিকিনি হয় লাখ লাখ
টাকার মাদক ও নেশাজাতীয় দ্রব্য। বস্তিকেন্দ্রিক গড়ে ওঠা এসব মাদকের আখড়ায়
গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, চোলাইমদসহ হরেক রকম মাদক বিক্রি ও সেবনের পাশাপাশি
চলে নারী (পতিতা) ব্যবসা।,বাড়ছে অপরাধও।
চট্টগ্রাম নগরে মাদক ব্যবসায় প্রসঙ্গে উপপুলিশ কমিশনার (ডিবি) জানান, ‘দেশের
প্রায় জায়গায় বস্তিকেন্দ্রিক মাদক ব্যবসায় হয়। চট্টগ্রামেও হচ্ছে। তবে সিএমপির
একটি বিশেষ টিম মাদকবাণিজ্য বন্ধে কাজ করছে। তারা প্রায় সময় মাদক ব্যবসায়ী ও
সেবীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছে।’
অনুসন্ধানে জানা যায়। মাদক বিক্রির স্বর্গরাজ্যখ্যাত বস্তিগুলোর মধ্যে নগরের
বিআরটিসি বয়লার এভিনিউ, ষোলশহর রেলস্টেশন, চাঁন্দগাঁও থানাধীন মোহরা কাপ্তাই
রাস্তার মোড়ের এ কে খান গার্মেন্টস সংলগ্ন একাধিক বস্তি, ২ নম্বর গেট
রেললাইনের পাশে গড়ে ওঠা তুলাতুলী বস্তি, বন্দর টিলা, বায়েজিদ বোস্তামীর
বিভিন্ন বস্তিতে, বাকলিয়া বগারবিল বস্তি, বাকলিয়া মিয়াখান নগর বস্তি, বাকলিয়া
তুলাতলি বস্তি, বউবাজার বস্তি, পতেঙ্গা বিচ, পলোগ্রাউন্ড রেলওয়ে বস্তি অন্যতম।
বস্তিগুলোতে মাদক ব্যবসায়ীদের নিজস্ব কিছু বাহিনী রয়েছে। সে কারণে তাদের
বিরুদ্ধে কিছু করতে সাধারণ মানুষ সাহস করে না। এসব মাদক ব্যবসায়ীর সাথে পুলিশ
ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কিছু কর্মকর্তা ও কর্মচারীর সখ্য রয়েছে। র্যাপিড়
অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব প্রায় সময় মাদকদ্রব্য উদ্ধার করলেও আসামি গ্রেফতারে
তেমন সাফল্য নেই।
তথ্যানুসন্ধানে জানা যায় স্থানীয়রা জানান, বয়লার এভিনিউয়ে বাদলের স্ত্রী মাদক
সম্রাজ্ঞী রহিমা বস্তিতে মাদক বিকিকিনি করলেও স্থায়ীভাবে বাস করে মইত্যার পুল
পট বাড়িতে। ভঙ্গিশাহ মাজার থেকে কদমতলী রেলগেট, সিআরবিতে তার নিয়ন্ত্রণে
পুরুষ-মহিলা মাদক বিক্রির কর্মী রয়েছে। এ ছাড়া তার রয়েছে সন্ত্রাসী বাহিনী।
বরিশাল কলোনি ভেঙে দেয়ার পর এখানে এসে সে আস্তানা গড়ে তোলে। এ ছাড়া এখানে আবু
তাহেরের স্ত্রী নিলু বেগম নিয়মিত চোলাইমদ বিক্রি করে থাকে।
এ দিকে চৌদ্দজামতলা ফেনসিডিল হেরোইন ব্যবসা নিয়ন্ত্রণ করছে জালাল আহমদের ছেলে
মো: জসিম, অস্ত্রধারী সুরুজ, রাজুসহনএকটি গ্র“প। কেউ কোনো প্রতিবাদ করলে
অস্ত্র দেখিয়ে হুমকি দেয় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এ ছাড়া জামতলায় ইয়াবা
বিক্রি করে আসছে গাঁজা ব্যবসায়ী অজিউল্লাহর ছেলে আফছার, আফজাল, ইয়াবা ব্যবসায়ী
ইসহাকের স্ত্রী রোকেয়া বেগম, গাঁজা ব্যবসায়ী ফারুকের স্ত্রী নুনি বেগম, লাইলী
বগম, আবদুর রহমানের ছেলে আনোয়ারসহ একটি গ্র“প।
এখানে ইয়াবা ছাড়াও গাঁজা ও ফেনসিডিল বিক্রি করে আসছে মৃত বাদশা মিয়ার ছেলে
ফয়সাল, অজিউল্লাহর ছেলে আকতার হোসেন।
এ দিকে চাঁন্দগাঁও থানাধীন মোহরা কাপ্তাই রাস্তার মাথার এ কে খান
গার্মেন্টসংলগ্ন বস্তিগুলো এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। প্রতিদিন
বস্তিগুলোতে লাখ টাকার মাদক বিক্রি হলেও সংশ্লিষ্ট প্রশাসন নির্বিকার।
তথ্যানুসন্ধানে আরো জানা যায়
ষোলশহর রেলস্টেশন, ২ নম্বর রেললাইনের পাশে গড়ে ওঠা তুলাতলী বস্তীতে একক
আধিপত্য বিস্তার করে ব্যবসা চালিয়ে যাচ্ছে , আবদুর রশি:দের ছেলে পুলিশের
সোর্স ওসমান, তার রয়েছে বিশাল কর্মী বাহিনী,ওসমানের নামে রয়েছে পাঁচলাইশ থানা
ও বায়েজিদ থানায় একাধিক মামলা। বেশ কয়েক কয়েক বার পুলিশের হাতে দরা পড়ে,জামিনে
বের হয়ে শুরু করে পুরোনো ব্যবসা। বায়েজিদ বোস্তামী, অর্ধশত বস্তি এখন মাদকের
আখড়ায় পরিণত হয়েছে।