চট্টগ্রামে পদদলনে নিহতদের মধ্যে ৯ জনের দাহ সম্পন্ন

পপুলার২৪নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে নিহতদের মধ্যে নয়জনের দাহ ময়নাতদন্ত ছাড়াই সম্পন্ন হয়েছে।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।
চট্টগ্রাম নগরীর ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী মরদেহ সৎকারের তত্ত্বাবধানে ছিলেন। তিনি জানান, প্রশাসনের অনুমতিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাহ করা হয়েছে।
জহরলাল বলেন, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনজনকে নগরীর বলুয়াদীঘি মহাশ্মশানে দাহ করা হয়েছে। বাকি ছয়জনকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় তাদের বাড়িতে দাহ করা হয়।
চট্টগ্রামের বাঁশখালী, কাট্টলী, সীতাকুণ্ড, আনোয়ারা, কক্সবাজারের চকরিয়া ও রাঙামাটিতে ওই ছয়জনের মরদেহ দাহ করা হয়।
এ ছাড়া সৎকারের জন্য নিহত অপর একজনের মরদেহ মঙ্গলবার রংপুরে তার বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান জহরলাল।
নগরীর বলুয়াদীঘি মহাশ্মশানে সোমবার গভীর রাতে পদদলনে নিহত তিনজনের মরদেহ দাহ করার সময় মহিউদ্দিনপুত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বোরহানুল হাসান চৌধুরী সালেহীনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে কুলখানি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় ১০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূল রাস্তা থেকে কমিউনিটি সেন্টারে প্রবেশের পথ অনেকটা ঢালু। যে কারণে দুপুরে ভিড় ও চাপ বাড়ায় যখন মূল গেট খুলে দেয়া হয়, তখন হুড়োহুড়ি করে প্রবেশ করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
পূর্ববর্তী নিবন্ধভুটানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকুয়াশায় ২০টি ফ্লাইটের অবতরণে দেরি