চট্টগ্রামে মোটরসাইকেলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ২৭ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব। বুধবার দুপুরে নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. সবুজ (৩১) এবং জাহিনুর বেগম (৩০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বলেন, ‘বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় সন্দেহ হলে একটি মোটরসাইকেলে তল্লাশি করা হয়। সে সময় সিটের পেছনে বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো পাওয়া যায়। মূলত ওই মোটরসাইকেলে সবুজ তার স্ত্রীকে নিয়ে ইয়াবার চালান নিয়ে যাচ্ছিলেন।’
এদিকে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ পেশাদার পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে চারটি ছোরা জব্দ করা হয়েছে। বুধবার সকালে নগরীর স্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. নয়ন (২৫), মো. জামাল (৩২), মো. সুমন (২১), আল ইসলাম (৩৫) এবং মো. আব্দুল (১৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘গ্রেফতার পাঁচজনই পেশাদার ছিনতাইকারী। তাদের আমরা অনেকদিন থেকে খুঁজছিলাম। নয়নের বিরুদ্ধে ২টি, জামালের বিরুদ্ধে ৪টি, সুমনের বিরুদ্ধে ৫টি এবং আব্দুলের বিরুদ্ধে ২টি মামলা আছে।’