জেলা প্রতিনিধি
রাতের ঘটনার জেরে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুইটি গ্রুপ। বিবাদে লিপ্ত গ্রুপের নাম সিএফসি ও সিক্সটি নাইন।
বুধবার (৩১ মে) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত ছিলেন তারা। সংঘর্ষে পুলিশ, নিরাপত্তাকর্মীসহ আটজন আহত হন।
উভয় গ্রুপের মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় বৃহস্পতিবার (১ জুন) দুপুর দেড়টায় ফের সংঘর্ষে জড়িয়েছেন ওই দুই গ্রুপের নেতাকর্মীরা। তবে এবারের সংঘর্ষের সূত্রপাত কীভাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।
সংঘর্ষে লিপ্ত সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বিস্তারিত আসছে…