চট করে দেশে ঢুকে কেন ফিরে গেলেন শাবনূর

বিনোদন ডেস্ক

দেশে এসেছিলেন ঢালিউড তারকা শাবনূর। তিনি ফিরে যাওয়ার পর সে কথা জানাজানি হয়ে যায়। তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরে বোঝা গেল, কেন চট করে দেশে ঢুকে আবার ফিরে গেলেন তিনি।

সিনেমায় অভিনয় ছেড়ে বহুদিন হলো অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর, এ কথা তার অনুরাগীদের জানা। বড় পর্দায় না পাওয়া গেলেও, তালুর পর্দায় অর্থাৎ স্মার্টফোনে ভক্তরা তাকে পেয়ে যান নিয়মিত। ফেসবুক মারফত ছবি ও ভিডিও প্রকাশ করছেন এই অভিনেত্রী। এখনও ভালোবাসা কুড়াচ্ছেন অনুরাগীদের। প্রায়ই দেশে আসেন, চলেও যান। কিন্তু এবার কেন এসেছিলেন তিনি?

কদিন আগে দেশে এসেছিলেন শাবনূর। উদ্বেগ, উৎকণ্ঠা আর শঙ্কা নিয়ে এসেছিলেন তিনি। সে খবর সম্প্রতি ভাগাভাগি করেছেন অভিনেত্রী নিজেই। গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় শাবনূর জানান, সময়টা অস্থিরতায় কেটেছে তার। তাই কাউকে জানানো হয়নি। অসুস্থ মাকে অস্ট্রেলিয়া নিয়ে যেতেই ঢাকায় এসেছিলেন তিনি, সেও অল্প সময়ের জন্য। মাত্র আট ঘণ্টা!

শাবনূর বলেন, ‘এক মাস ধরে আম্মা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ঢাকার বড় বড় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখিয়েছেন। তাতে কাজ হয়নি, আম্মার অসুস্থতা আরও বাড়তে থাকে। আম্মার নিউমোনিয়া হয়েছে। গত ২৮ মার্চ এমন অবস্থা হয়েছিল যে আম্মা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলো। আমি সেদিন রাতেই অনেক কষ্টে টিকিট পেয়ে যাই, একা এক কাপড়ে রওনা হই। সময়টা যে কীভাবে কেটেছে, বোঝাতে পারব না।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘ঢাকায় ডাক্তাররা একের পর এক শুধু টেস্ট করাতে বলছেন। একপর্যায়ে হাসপাতালে ভর্তি করাতেও বললেন। কিন্তু এ অবস্থায় আমি কোনোভাবে তাকে হাসপাতালে ভর্তি করাতে ভরসা পাচ্ছিলাম না। আমি আম্মাকে দেশে রাখব না। এসেই তাকে নিয়ে উড়াল দেব। শুনেছি, আম্মারও কষ্ট হচ্ছিল। এসেই কয়েক ঘণ্টার মধ্যে তাড়াহুড়ো করে আম্মার লাগেজ গুছিয়ে আবার উড়াল দিলাম।’

সর্বশেষ খবর হচ্ছে, সিডনি ফিরেই মাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেছেন শাবনূর। পরদিন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করেছে। তার মা এখন পুরোপুরি সুস্থ, জানিয়েছেন অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কেমন আছেন
পরবর্তী নিবন্ধভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা