চঞ্চল চৌধুরীর চমকে ‘হাওয়া’য় রহস্য

বিনোদন ডেস্ক : মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’র ট্রেইলার প্রকাশ হয়েছে। আসছে কোরবানির ঈদের পরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান এই নির্মাতা।

সিনেমাটি নিয়ে আলোচনা আগে থেকেই। কারণ এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার সোহেল মণ্ডলের মতো শিল্পী। তবে তাদের ছাপিয়ে ‘হাওয়া’র রহস্য এগিয়েছে নাজিফা তুষিকে ঘিরে। চমক আছে চঞ্চলের চরিত্রেও।

মাঝ সমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে রহস্যময় বেদেনি তরুণীর আগমন! তাকে ঘিরে ধীরে ধীরে বাড়তে থাকে রহস্য। সে কি মানবী নাকি দেবী, এই চিন্তায় পড়েন মাঝিরা! এই চরিত্রেই অভিনয় করেছেন তুষি।

নির্মাতা সুমনের মতে, ‘‘মিস্ট্রি ড্রামা ঘরানার ‘হাওয়া’ মূলত একালের রূপকথা। বহুল প্রচলিত এই ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক।’’

মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান, জাহিন ফারুক আমিন এবং পরিচালক নিজেও।

ফেসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সিনেমাটি দেশ এবং দেশের বাইরে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সঙ্গীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

 

পূর্ববর্তী নিবন্ধইনস্টাগ্রামে বিরাট কোহলির ইতিহাস
পরবর্তী নিবন্ধপাঁচ দিনে বিজয়ের সিনেমার আয় ২০০ কোটি