চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলি এলাকায় গতকাল রবিবার রাত পৌনে ১০টার দিকে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে পরে যান চলাচল স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসটি ও কক্সবাজার অভিমুখী মালবাহী ট্রাক অপর একটি যাত্রীবাহী চাড়পোকা গাড়িকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত ও অপর ২০ জন আহত হয়েছেন বলে জেনেছি। মরদেহ উদ্ধার করে মর্গে ও আহতদের হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধদিনাজপুরে অভিযানে গ্রেপ্তার ৭০
পরবর্তী নিবন্ধবিশ্ব ঐতিহ্যের অংশ জাপানের নারীমুক্ত দ্বীপটি