ঘূর্ণিঝড় মোরায় তিনজনের প্রাণহানি

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোরার আঘাতে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল ৭টার দিকে ঝড় থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আসার পর হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলায় ঝড়ে গাছচাপায় আরও দুইজনের মৃত্যু হয়।

তারা হলেন- কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের ৬নং জেডিঘাট এলাকায় বদিউল আলমের স্ত্রী মরিয়ম বেগম (৫৫), চকরিয়ার বড়ভেওয়া এলাকার মৃত নূর আলম সিকদারের স্ত্রী সায়েরা খাতুন (৬৫) ও একই উপজেলার পূর্ব জুমখালী এলাকার আবদুল জব্বারের ছেলে রহমত উল্লাহ (৫০)।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে ঝড় থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আসার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মরিয়মের মৃত্যু হয়।

পরে সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলায় ঝড়ে গাছচাপায় অপর দুইজনের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদে অপু বনাম শুভশ্রী
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ধর্মীয় নেতার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগ