পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বদলিতে ঘুষ দেওয়ার কথা বলে পরে ঘুষের টাকা পুরোপুরি শোধ না করায় লালমনিরহাট জনস্বাস্থ্য প্রকৌশলীর পিটুনির শিকার হয়ে অনিল চন্দ্র (৩০) নামে এক কর্মচারী হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এ ঘটনা ঘটে। অনিল চন্দ্র ওই অফিসের এমএলএস হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি বদলি নিয়ে নিজ এলাকা হাতীবান্ধায় যোগদান করেন তিনি।
আহত অনিল চন্দ্র জানান, তাকে লালমনিরহাট থেকে নিজ উপজেলা হাতীবান্ধায় বদলি করাতে নির্বাহী প্রকৌশলী বাদশা মিয়ার সঙ্গে ১০ হাজার টাকা ঘুষ দেওয়ার চুক্তি হয়। যার মধ্যে ৩ হাজার টাকা দিয়ে সম্প্রতি বদলির আদেশ নিয়ে হাতীবান্ধায় যোগদান করেন অনিল চন্দ্র।
এদিকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) লালমনিরহাটের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শনে আসবেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ কারণে অফিসের অতিরিক্ত কাজে সহযোগিতার কথা বলে অনিলকে নিজ কার্যালয়ে ডেকে নেন নির্বাহী প্রকৌশলী বাদশা মিয়া।
পরে বদলির ঘুষের বাকি টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই একপর্যায়ে অনিলকে মারধর করেন নির্বাহী প্রকৌশলী বাদশা মিয়া। পরে সহকর্মীরা অনিলকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালমনিরহাট সদর থানা ওসি রফিকুল ইসলাম। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে অনিল চন্দ্র কোনো অভিযোগ করেননি বলে তিনি দাবি করেন।
লালমনিরহাট জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বাদশা মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমাদের অফিসের অভ্যন্তরীণ বিষয়।