ঘাসফুলে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন

মুজিব উল্ল্যাহ তুষার :

ঘাসফুল অনেক ক্ষেত্রে অনন্য। একজন নারীই সৃষ্টি করেছে ঘাসফুল। নারীদের অধিকার আদায়ে ঘাসফুল সবসময় সোচ্চার ছিল, আছে এবং থাকবে। সবক্ষেত্রে নারীদের সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে উন্নীত করতে হবে। আমরা সমতায় বিশ্বাস করি। নারীকে সর্বক্ষেত্রে এগিয়ে রাখতে হবে।  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।  আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ; ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’। এ উপলক্ষে সকাল ১০:০০টায় ঘাসফুল প্রধান কার্যালয়ে কেক কেটে দিবসটি উদযাপন করেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী, নির্বাহী সদস্য পারভীন মাহমুদ এফসিএ, প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) ফরিদুর রহমান, উপ-পরিচালক মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, আবেদা বেগমসহ সংস্থার প্রতিনিধিগন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন
পরবর্তী নিবন্ধওয়ানডের নতুন অধিনায়ক তামিম ইকবাল