ঘন কুয়াশায় ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল ব্যাহত

পপুলার২৪নিউজ,ভোলা প্রতিনিধি:

34গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ইলিশা ফেরিঘাটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ রুটে কৃষানী ও কনকচাঁপা নামের দুইটি ফেরি নিয়মিত চলাচল করছে। ঘন কুয়াশায় ফেরি প্রায়ই লক্ষ্মীপুরের কাছাকাছি রহমতখালী চ্যানেল চরে আটকা পড়ায়, ফেরি চলাচলে অনিয়মের কারণে ভোলা ও লক্ষ্মীপুর এলাকার দুই পাড়ে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে বলে জানা গেছে।

আজ বুধবার সকালে ভোলার ইলিশা ফেরিঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরিঘাটে শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন, যার অধিকাংশ ট্রাকে ছিল ধান-সবজিসহ বিভিন্ন পণ্য ও মালবাহী ট্রাক। রাস্তার একপাশ চাপিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে এসব মালবাহী ট্রাক। অনেক ট্রাকের কাঁচামাল পচে যাচ্ছে বলে জানান ট্রাকচালকরা। ট্রাকের চালক ও হেলপাররা গত কয়েকদিন ধরে ইলিশা ফেরিঘাটে অবস্থান করে স্থানীয় কয়েকটি হোটেলে বসে অলস সময় কাটাচ্ছেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম হচ্ছে ভোলা-লক্ষ্মীপুর রুটের এ ফেরি সার্ভিস। চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরা। এতে করে ফেরিঘাটে আটকে পড়া ট্রাকের ভেতর ধান, আলু, সবজি ও শুটকি মাছসহ কোটি কোটি টাকার কাঁচা মাল পচে যাচ্ছে। নষ্ট হচ্ছে বিভিন্ন পণ্য।

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকার ট্রাকচালক রুবেল জানান, তিনি গত তিন দিন ধরে ইলিশা ফেরিঘাটে অবস্থান করছেন। ফেরি নিয়মিত চলাচল না করার কারণে তিনি তিন দিনেও গন্তব্য স্থানে যেতে পারছেন না। ব্রয়লার মুরগিবাহী ট্রাকচালক জাহাঙ্গীর জানান, তিনি নরসিংদী থেকে বয়লার মুরগি নিয়ে ভোলার চরফ্যাশনে গিয়েছিলেন। সেখান থেকে গত দুই দিন আগে ইলিশা ফেরিঘাটে এসে আটকা পড়েছেন। রুবেল আর জাহাঙ্গীরই শুধু নয়, তাদের মতো বহু ট্রাকচালক গত কয়েকদিন ধরে ইলিশা ফেরিঘাটে এসে আটকা পড়েন। ফেরি চলাচল বিলম্ব হওয়ার কারণে ট্রাক শ্রমিকরা এখানে বসে রয়েছেন, আর বসে বসে টাকা খরচ করে হোটেলে ভাত-পানি খাচ্ছেন। তারা জানান, ফেরি চালকের গাফিলতির কারণে ফেরি চরে আটকা পড়ে যায়। এ ছাড়া ফেরির চালকদের গাফিলতির কারণে তারা সঠিক সময়ে গন্তব্যে যেতে পারছেন না। ফেরির চালক তাদের ইচ্ছামত ফেরি চালাচ্ছেন বলেও অভিযোগ করছেন ট্রাকচালকরা। ফলে ভোলা ও লক্ষ্মীপুর ফেরিঘাটের দুই পাড়ে বিভিন্ন পণ্য ও মালবাহী ট্রাকসহ দুই শতাধিক যান আটকা পড়েছে। এতে বহু পণ্য নষ্ট হচ্ছে। বিশেষ করে যেসব ট্রাকে কাঁচামাল রয়েছে, সেসব কাঁচামাল পচে যাচ্ছে বলে জানান ট্রাকচালকরা।

ফেরি চলাচলে বিলম্বের কথা স্বীকার করে ভোলা-লক্ষ্মীপুর ফেরির ব্যবস্থাপক আবু আলম আজ বুধবার কালের কণ্ঠকে বলেন, “ঘন কুয়াশার কারণে ফেরি লক্ষ্মীপুরের কাছাকাছি রহমতখালী চ্যানেল চরে আটকা পড়ে যায়। তাই যথাসময়ে ফেরি আসা-যাওয়া করতে পারছে না। একটু বিলম্ব হয়। এ ছাড়া গত কয়েকদিন ধরে মালবাহী ট্রাকের সংখ্যাও আগের চেয়ে কিছুটা বেড়েছে। তাই ভোলা ও লক্ষ্মীপুর এলাকার দুই পারে বহু যানবাহন আটকা পড়েছে। ” তিনি বলেন, “এ রুটে দুইটি ফেরি কৃষানী ও কনকচাঁপা নিয়মিত চলাচল করছে। ” এ রুটে অন্তত চারটি ফেরির প্রয়োজন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধযে দৈনন্দিন অভ্যাসগুলো আপনার দাঁত ধ্বংস করছে!
পরবর্তী নিবন্ধসিনেমায় সুযোগ পেতে দেবের সাথে প্রেম করতে চান সোহিনী!