গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ছোট ছোট সোনা মনিদের গ্লোবাল সিটিজেন হিসেবে শিক্ষা গ্রহন করতে হবে। অর্থাৎ এই শিক্ষা স্ট্যান্ডার্ড হতে হবে গ্লোবাল স্টান্ডার্ড।
যাতে অন্যান্য দেশে তাদের সমবয়সী শিশুদের সাথে বুক ফুলিয়ে বা বুক উঁচু করে প্রতিযোগিতা করতে পারে।
আজ রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শিশু শিক্ষা প্রতিষ্ঠান সোনালী স্বপ্ন একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষা হতে হবে গ্লোাবাল, ক্রিয়েটিভ ও স্টান্ডার্ড। তাহলে আমাদের শিশুরা গ্লোবাল শিক্ষায় বড় হতে পারবে। শিশুকাল থেকে তারা পরিচিত হবে আইটি ও আইসিটি-র সঙ্গে। ক্লাস রুমের এনভাইরনমেন্ট হতে হবে ডিজিটাল। তাহলে আমাদের শিশুরাও গ্লোবাল শিক্ষায় শিক্ষিত হতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু,বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের উপদেষ্টা ইমরুল কায়েস, মৃণাল কান্তি রায় চৌধুরী, অধ্যক্ষ গণেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাজুমল ইসলাম। পরে স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।