বেশ ভালো একটা হুজুগ তৈরী হয়েছে সাবেক ক্রিকেটারদের মধ্যে। প্রায় নিয়মিতই তারা নিজেদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ তৈরি করে প্রকাশ করছেন। এই তালিকায় এবার যুক্ত হলেন সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রায়েম সোয়ান। এই তারকা স্পিনারের সেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় যে কোনো একাদশে স্থান করে নিতে পারেন এটাই স্বাভাবিক। কয়েকদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান এখন সাকিবের। তাই সাকিব সম্পর্কে সোয়ান বলেছেন, একটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য পরিপূর্ণ দক্ষতা আছে সাকিবের। ব্যাটে-বলে ও অসাধারণ একজন অলরাউন্ডার।
যারা এই প্রশংসা শুনে ঠোঁট উল্টাচ্ছেন তাদের বলে রাখি, ইংলিশদের কাছ থেকে প্রশংসা আদায় করা অসম্ভব কঠিন একটা কাজ। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ওরা টাইগারদের ছিদ্রন্বেষণেই অধিক সময় ব্যায় করে আসছে।
সোয়ানের সেরা ওয়ানডে একাদশ: ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বেন স্টোকস, সাকিব আল হাসান, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, সুনিল নারাইন ও মিচেল স্টার্ক।