গ্রামীণ ব্যাংকের নামে কর মওকুফ সুবিধা অবৈধ: অর্থমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
18গ্রামীণ ব্যাংকের নাম ব্যবহার করে অন্য সব প্রতিষ্ঠানে ড. ইউনুসের কর মওকুফ সুবিধা নেয়া অবৈধ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে রফতানি আয় বৃদ্ধির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, ‘গ্রামীণ ব্যাংক সুদমুক্ত, এটা সত্য। কিন্তু তার পাশাপাশি ৪০-৫০টি প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো তো সুদমুক্ত নয়। সেইগুলোর ট্যাক্স কেন সরকারকে দেবে না? সেই রিপোর্টও এনবিআরের কাছে আছে।’

এ সময় পাশে থাকা অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন। এটা তার দায়িত্ব। তিনি এটা দেখবেন। তিনি ব্যবস্থা নেবেন।’

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন,‘এটা জটিল একটা বিষয়। ড. ইউনূস গ্রামীণের নামে সব প্রতিষ্ঠান থেকে ট্যাক্স বেনিফিট (কর সুবিধা) নিয়েছেন। এটা অবৈধ। এটা নিয়ে তদন্ত চলছে। দ্যাটস অল।’

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসুন্দরবন রক্ষার আন্দোলন চলবে: আনু মুহাম্মদ