গ্যাসের দাম বাড়ছে, ঘোষণা বিকালে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

তবে কবে থেকে বর্ধিত দাম কার্যকর হবে তা জানা যায়নি।

বর্তমানে আবাসিকে দুই চুলার জন্য ৬৫০ ও এক চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়। জানা গেছে, বিইআরসি আবাসিক খাতে দুই চুলার জন্য ১ হাজার এবং এক চুলার জন্য ৮০০ টাকা দিতে হতে পারে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম হতে পারে প্রতি ঘনমিটার ৪০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধসন্তান লালনে বয়ঃজ্যেষ্ঠদের ভূমিকা
পরবর্তী নিবন্ধবিএনপির বিরুদ্ধে প্রচার সরকারের সাজানো নাটক: রিজভী