গোলাম সারোয়ার-রইস উল ইসলামের নেতৃত্বে কণ্ঠশীলনের নতুন কমিটি

পপুলার২৪নিউজ,রাজু আনোয়ার:

প্রশিক্ষক গোলাম সারোয়ারকে সভাপতি ও রইস উল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলনের ২০১৮-২০২০ মেয়াদের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার কণ্ঠশীলন কার্যালয়ে নির্বাচন আধিকারিক তহমিদ উদ্দিন আহমেদ ২১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক এ পর্ষদের নাম ঘোষণা করেন।

কার্যকরী পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও উচ্চারণ প্রশিক্ষক গোলাম সারোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রইস উল ইসলাম। এ ছাড়াও কণ্ঠশীলন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকতকে।

নতুন কার্যকরী পরিষদের সহ-সভাপতি হলেন,প্রকৌশলী আহমাদুল হাসান হাসনু, মোস্তফা কামাল। সংগঠন সম্পাদক: শফিক সিদ্দিকী, সহকারী সংগঠন সম্পাদক: নুরুজ্জামান নান্নু, শিক্ষা, অনুষ্ঠান ও প্রচার সম্পাদক: সালাম খোকন, সহকারি শিক্ষা, অনুষ্ঠান ও প্রচার সম্পাদক: মীর শরীয়তের রহমান নিবিড়, কোষাধ্যক্ষ: মো. আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক: জে.এম. মারুফ সিদ্দিকী, সদস্য: মীর বরকত, মো. আব্দুর রাজ্জাক, একেএম শহীদুল্লাহ কায়সার, শিরিন ইসলাম, নরোত্তম হালদার, মো. সোহেল রানা, লিটন বারুরী, ইলা রহমান, অনন্যা গোস্বামী, বাদল সাহা শোভন ও মিনহাজুল বশির শোভন।

নাম ঘোষণার পর সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি গোলাম সারোয়ার এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কণ্ঠশীলনের সাবেক সভাপতি প্রয়াত কথা সাহিত্যিক শওকত আলী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, আবৃত্তিশিল্পী কাজী আরিফ এর আত্মার শান্তি কামনা করা হয়।
সভাপতি গোলাম সারোয়ারের আহ্বানে গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক রইস উল ইসলাম, আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো.আব্দুল কাইয়ুম।

পূর্ববর্তী নিবন্ধ  সুনামগঞ্জের ডলুড়া সীমান্ত হাটে খুচরো ক্রেতারা বঞ্চিত
পরবর্তী নিবন্ধ৩০ অক্টোবর থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের হুমকি