গোপালগঞ্জের ৫টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষে চলছে গণনা

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের ৫টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে চলছে গননা। সকাল ৮টা থেকে এ ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পয্যন্ত শেষ হয়েছে ।

জেলার ৫টি উপজেলার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন ভোটার। তবে কেন্দ্র গুলোতে পুরুষ ভোটার থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন নারী ভোটাররা। তবে যতই বেলা বেড়ে চলেছে ভোটারদের উপস্থিতি ততই বেড়েছে তবে আশানুরুপ ভোটারের উপস্থিতি চোখে পড়েনি।

সকাল সাড়ে ১১টা পয্যন্ত কেন্দ্র গুলোতে গড়ে ২০ থেকে ২৫ ভাগ ভোট পড়েছে। তবে কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা বলেছেন ভোটারদের উপস্থিতি বাড়বে কেন্দ্রগুলোতে এবং ৮০ভাগের উপরে ভোট পড়বে।

এদিকে, ভোটারদের কেন্দ্রমুথি করতে প্রার্থীরা বিভিন্ন উপায় অবলম্বন করেছেন। কেউ কেউ রিক্সা ও ভ্যানের ব্যবস্থা করেছেন। আবার কেউ কেউ বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের কেন্দ্রে এনেছেন।

অন্য‌দি‌কে গোপালগঞ্জ সদর উপ‌জেলার এস এম ম‌ডেল সরকা‌রি উচ্চ বিদ্যালয়, প‌শ্চিম গোপালগঞ্জ বা‌লিকা উচ্চ বিদ্যালয়, উত্তর গোপালগঞ্জ সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়, টু‌ঙ্গিপাড়া সরকা‌রি জি‌টি স্কুল কেন্দ্র, মুকসুদপুর উপ‌জেলার খান্দারপাড়া স্কুল কেন্দ্র, বেজড়া স্কুল, পাথরাইল কেন্দ্রসহ ক‌য়েক‌টি কে‌ন্দ্রে বেলা বাড়ার সা‌থে সা‌থে ম‌হিলা ভোটা‌রের উপ‌স্থিত বে‌ড়ে‌ছে। উত্তর গোপালগ‌ঞ্জের প্রিজাই‌ডিং অ‌ফিসার মোঃ ম‌নিরুজ্জামান শেখ জা‌নি‌য়ে‌ছেন, ইভিএম পদ্ধ‌তিতে ভোট গ্রহ‌নে কোন সমস্যা হ‌চ্ছে না। যারা আগে প্র‌শিক্ষক গ্রহন করেন‌নি আমরা তা‌দের শি‌খি‌য়ে দি‌চ্ছি। কিছুটা বিলম্ব হওয়ার কথা স্বীকার ক‌রে তি‌নি জানান, অ‌নে‌কে ভুল ক‌রে এক কে‌ন্দ্রে ভোটার অন্য কে‌ন্দ্রে আসায় ভোট গ্রহ‌নে কিছুটা বিলম্ব হ‌চ্ছে। আশা ক‌রি ভোটার উপ‌স্থি‌তি ভাল হ‌বে।

 

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে চারিদন ব্যাপি ‘থাই ট্রেড ফেয়ার শুরু ২৭ মার্চ
পরবর্তী নিবন্ধবিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন