গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩০

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের দু’টি যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুলাল শেখ (৩২) নামে এক বাসহেলপার নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩০ জন। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুরে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে তানার ওসি এজাজুুল ইসলাম জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় দিদার পরিবহনের একটি বাস দোলা পরিবহনকে ধাক্কা দিলে মহাসড়কের খাদে পাড়ে যায়। এতে ঘটনাস্থলে দোলা পরিবহনের হেলপার দুলাল শেখ মারা যান। এসময় বাসের ৩০ যাত্রী আহত হন। হাইওয়ে থানার সাব ইনেসপেক্টার মহসিন আলী জানান পরে খবর পেয়ে মুকসুদপুর ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এবং মুকসুদপুর ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। মারাত্মক আহত ২০ জনকে গোপালগঞ্জ ও মুকসুদপুর হাসপাতালে এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুলাল শেখের বাড়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামে।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখের বাবা টিগমাংশু
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে ডাকাতসহ ১৬ জন গ্রেফতার