গোপালগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাস মোকাবেলায় গোপালগঞ্জে ৫ম ধাপে ৭ হাজার অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এর ছোট ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতা-কর্মীরা। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, তেল ও সাবান।
এর আগে গত ২২ মার্চ থেকে থেকে বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের মাধ্যমে ১২ হাজার অসহায়, অসচ্ছল ও হঠাৎ কর্মহীন হওয়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেন তিনি।
অন্যদিকে, বুধবার সকালে গোপালগঞ্জ হরিদাশপুর ইউনিয়নে ব্যারিস্টার শেখ নাঈমের উদ্যোগে করোনার কারনে ঘরবন্দি একশত মৎস্যজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কে এম আশিক এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
হরিদাসপুর গ্রামে মৎসজীবী মানুষদের নিরাপদ দুরত্ব বজাযরেখে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ টি সাবান।