গোপালগঞ্জে ৭ মার্চ পালিত

হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:

নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে ৭ মার্চ পালিত হয়েছে।  মঙ্গলবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সাবেক সহসভাপতি শেখ শুকুর আহম্মেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হক টুটুল, হেদায়েত উল্লাহ, যুবলীগ সভাপতি ইমদাদুল হক বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর আলোচনা সভা করেন।

এ ছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অপরদিকে, জেলার  মুকসুদপুর, কোটালীপাড়া এবং কাশিয়ানী উপজেলায়ও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেতুমন্ত্রী কি বিএনপির অতিরিক্ত মহাসচিব: ফারুক
পরবর্তী নিবন্ধবেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করতে কমিটি