গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরবারের পাঁচজনসহ নিহত-৬

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত হয়েছে। এ সময় অন্ত:ত ১৫ জন বাস যাত্রী আহত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সৌদি প্রবাসী মো: হালিম আকন (৪৩), তার স্ত্রী আসমা বানু (৩৫), ছেলে সিহাব (১০) ও সুজন (১৬) এবং শ্যালক বাদল হাওলাদার (৩২) ও মাইক্রোবাসের চালক অজ্ঞাত (৩০)। নিহত পরিবারের সদস্যদের বাড়ী বাগেরহাটের শরনখোলা উপজেলার চলতাবুনিয়া গ্রামে।
কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুর হোসেন জানান, প্রবাসী হালিম আকন পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার এয়ারপোর্ট থেকে মাইক্রোবাস ভাড়া করে বাগেরহাটে ফিরছিলেন। এসময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছালে বিপরীতমুখি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটিকে বাসের মধ্যে ঢুকেড়েলে মহাসড়কের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি দুমরে-মুচড়ে গিয়ে বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলেই মাইক্রোআরোহী ৬ জন নিহত হয়। আহত হন আরো ১৫ বাসযাত্রী। দূর্ঘটনায় নিহতদের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে গোপালগঞ্জ, মুকসুদপুর ও ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহতদের মধ্যে গুরুতর ৮ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজলের রাজ্যে অপরূপ টাঙ্গুয়ার রুপের ঝলক
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জের নির্মানাধীন রেলস্টেশনের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন