গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জে ট্রাক ও মাটিকাটা ট্রলির মধ্যে সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিন শ্রমিক।
শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক ও দুই হেলপারসহ ঘাতক ট্রাকটি আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলায় মাটির ট্রাক ও খুলনা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাটির ট্রাকের পাঁচ শ্রমিক আহত হন। মারাত্মক আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। সেখানে গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের জিহাদ কাজীর ছেলে রিজাউল কাজী (২০) ও দিলদার মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (২০) মারা যায়। মারাত্মক আহত ট্রলির চালক বনিক, শ্রমিক সজল ও মারুফকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালক এবং দুই হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা।