গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে মহামারী করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী পিপিই এবং মাক্স ব্যাক্তিগত তহবিল থেকে বিতরণ করলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান।
সোমবার সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব পিপিই এবং মাক্স বিতরণ করেন তিনি। এসময় মুকসুদপুর থানা, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান, মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: মাহমুদুর রহমান এবং সাপ্তাহিক বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত প্রমুখ।
মুকসুদপুর থানা, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষে করোনাকালিন সময়ে নিত্য ব্যবহার্য্য পিপিই এবং মাক্স গ্রহণ করেন এবং মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু, সিনিয়র সহসভাপতি ছিরু মিয়া। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন। অনুষ্ঠানে মুকসুদপুরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান বলেন, আমার ব্যাক্তিগত তহবিল থেকে মহামারী করোনা ভাইরাসের সুরক্ষা সামগ্রী পি.পিই এবং মাক্স বিতরণ করলাম। এছাড়াও আমাদের সাংবাদিকদের একটা কল্যাণ ট্রাষ্ট আছে, মুকসুদপুরের কোন সাংবাদিক করোনায় আক্রান্ত হলে এবং করোনাক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে ও কোন সাংবাদিক অর্থাভাবে ভুগলে তাকে কল্যাণ ট্রাষ্ট থেকে সহযোগিতা পাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।