মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাঠ দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধান কর্ত্তনের মধ্য দিয়ে বিনা ধান -১৭ মাঠ দিবস পালিত হয়। মাঠ দিবসের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার নিটুল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, স্থানীয় ইউপি সদস্য আবু বক্কার মুন্সী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কৃষি অধিদপ্তরের এ এফ ও উজ্জল সাহা। অনুষ্ঠানে উপজেলা সহকারী কৃষি অফিসার বৃন্দ ও সংশ্লিষ্ট উপকারভোগীরা উপস্থিত ছিলেন । উপজেলা কৃষি অফিসার নিটুল রায় জানান বিনা ধান-১৭ একটি উচ্চ ফলনশীল ধান। প্রতি হেক্টর জমিতে ৬.৯ টন ধান উৎপাদন হয়। অনুষ্ঠানে চাষী মতিন কাজী তার সফলতার বিষয়ে মতামত ব্যক্ত করেন।