গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে এক নারী নিহত, আহত-২

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জে বাস ও নসিমনের সংঘর্ষে মাহফুজা বেগম ওরফে মারুফা (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এতে শিশুসহ দুইজন আহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চেচানিয়াকান্দিতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহফুজা বেগম বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শহিদুল হাওলাদারে স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় একটি যাত্রীবাহি বাস অপর একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটির সামনের চাকা গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে মাহফুজা ছিটকে পড়ে বাসের চাকায় নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। এসময় তার মেয়ে তানহা ও নসিমন চালক গুরুতর আহন হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে। ধারণা করা হচ্ছে নিহত মাহফুজা বরিশালের উজিরপুর উপজেলার সাতলা থেকে নসিমনে করে গোপালগঞ্জে আসছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জের মুকসুদপুরে সুষ্ঠ নির্বাচনের দাবিতে আনারস প্রতীকের মানববন্ধন কর্মসূচী পালিত
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৫, ভাংচুর