হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট চট্রগ্রামের মূখ্য গবেষণা কর্মকর্তা ড. খুরশীদ আকতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, গবেষনা ইনস্টিটিউট এর প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের আহবায়ক মোহাম্মদ শহীদ উল্যা, বিভাগীয় কর্মকর্তা ড.ডেইজি বিশ্বাস,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, ফরিদপুর অঞ্চলের বন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম প্রমূখ।
কর্মশালায় গোপালগঞ্জের সকল সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, কলেজ, বিদ্যালয়ের প্রধান স্বেচ্ছাসেবী সংস্থ্যার প্রতিনিধি, নার্সারি মালিক, কাঠ ব্যবসায়ী, ফার্নিচার ব্যবসায়ী, ইটভাটা মালিকসহ গোপালগঞ্জে দায়িত্বরত গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশ নেন।
কর্মশালায় কাঠ ও বাঁশের সঠিক ব্যবহার, পরিবেশগত দিক বিবেচনা করে গাছ রোপন, বাঁশের চাষ বৃদ্ধিসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।