গোপালগঞ্জে বঙ্গবন্ধু সিটি পরিষদের আত্মপ্রকাশ

গোপালগঞ্জ প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সকে ঘিরে বঙ্গবন্ধু সিটি বাস্তবায়নের লক্ষে ‘বঙ্গবন্ধু সিটি’ পরিষদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

কবি, সাহিত্যিক, প্রবন্ধিক ও গীতিকার ডা: সিদ্ধেশ্বর মজুমদারকে আহবায়ক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দিপুকে সদস্য সচিব করে এ পরিষদ ঘোষনা করা হয়। পরে যাচাই বাছাই করে সকল স্বরের মানুষকে সাথে নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হবে।

বুধবার (২৫ আগস্ট) রাতে শহরের অনিকা ডায়াগনিষ্ট সেন্টারের এ আহবায়ক কমিটি ঘোষনা করেন এ্যাভোকেট কাজী মেজবাহ উদ্দিন। এসময় সরদার নূর ইসলাম, ইঞ্জিনিয়ার ফকিরুজ্জামান, প্রকৌশলী শরীফ মোমরেজ আলী, এ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

‘বঙ্গবন্ধু সিটি’ পরিষদের আহবায়ক কবি, সাহিত্যিক, প্রবন্ধিক ও গীতিকার ডা: সিদ্ধেশ্বর মজুমদার বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় শায়িত রয়েছেন। কিন্তু তার জীবন সঙ্গীনী বঙ্গমাতা তার থেকে দূরে অবস্থান করছেন। বঙ্গমাতাকে আলাদা রেখে কোন কাজ সফল করা সম্ভব নয়। যে কারনে বঙ্গমাতার মরদেহ জাতির পিতার কাছে শায়য়িত করা হোক।

তিনি আরো বলেন, পৃথিবীর অনেক দেশে তাদের জাতির পিতার নামে সিটি গড়ে উঠেছে। জাতির পিতার সমাধি সৌধ ঘিরে পর্যাটন কেন্দ্রের অপার সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জ জেলা ও আশপাশের এলাকার প্রায় দেড় কোটি মানুষের বসবাস রয়েছে। এ দেড় কোটি মানুষকে সংযোজন করে রাজধানী ঢাকার উপর চাপ কমাতে জাতির পিতার সমাধি সৌধ ঘিরে “বঙ্গবন্ধু সিটি” করা অত্যাবশ্যকীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আামাদের দাবী তিনি বঙ্গবন্ধু নামে “বঙ্গবন্ধু সিটি” গড়তে একটি প্রকল্প হাতে নিবেন। নেই সাথে দ্রুত বস্তবায়ন করবেন বলে আমরা আশা প্রকাশ করছি।

পূর্ববর্তী নিবন্ধআজ ঢাকায় আসছে ভারতের উপহারের ৪০ অ্যাম্বুলেন্স
পরবর্তী নিবন্ধমুকসুদপুর হাসপাতালে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষে অক্সিজেন সিলিন্ডার বিতরণ