হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের বড়ফা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দোকান ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য বেলায়েত শেখ ও অলিউর রহমানের বাড়িঘর ও দোকানঘরসহ অন্তত ১২টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় ইউপি সদস্য অলিউর রহমান এবং অন্তত আট নারী ও শিশু আহত হয়। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ও আজ বুধবার দুপুরে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা গ্রামে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে নয়ন শেখ নামের এক যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে আলিম মাস্টার ও অলিউর মেম্বার পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে আলিম মাস্টার পক্ষে লোকজন গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুই দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ঘটনার পর থেকে উভয় পক্ষের লোকজন গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. হযরত আলী বলেন, “ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এখনো কোন পক্ষ মামলা করেনি। মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। ”