হায়দার হোসেন,গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় বরিশাল বিএম কলেজের ৮ শিক্ষার্থীসহ অন্তত: ১৮ জন আহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার পাথালিয়া ও দুপুরে শহরের হেলিপ্যাড এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত ওমর ফারুক জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তর পাশে খাদে পড়ে যায়। এতে ওই মাইক্রোবাসে থাকা বরিশাল বিএম কলেজের ৮ শিক্ষার্থী আহত হয়। এরা বরিশাল থেকে সাতক্ষিরা যাচ্ছিল। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে, গোপালগঞ্জ-চাপাইল সড়কে একটি যাত্রীবাহি লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ওই লেগুনার ১০ যাত্রী আহত হয়। লেগুনাটি নড়াইলের নড়াগাতি থেকে গোপালগঞ্জ আসছিল। পরে আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।