গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে গাউছ দাঁড়িয়া হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাঠি ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি বাজারে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ মানববন্ধনে কাঠি ও খানারপাড়সহ বিভিন্ন গ্রামের ৫শতাধিক গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধন চলাকালে নিহত গাউছ দাঁড়িয়ার মা আতেফা বেগম, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন দাঁড়িয়া, শফিকুল আলম মোল্যা, রাজু আহম্মেদ, মামুনুর রশীদসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে নেয়ার দাবী জানিয়ে, বাকী পলাতক খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারী খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে গাউছ দাঁড়িয়ার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা আজিম দাঁড়িয়া বাদী হয়ে ৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পযর্ন্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।