গোপালগঞ্জে ক্ষতিকর রং ও রাসায়নিক দিয়ে বানানো আইসক্রিম ফ্যাক্টরির সন্ধান

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:গোপালগঞ্জে ক্ষতিকর রং ও স্যাকারিনসহ বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে বানানো আইসক্রিম ফ্যাক্টরির সন্ধান মিলেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া এলাকায় মেসার্স মিল্টন আইসক্রিম ফ্যাক্টরি তে দীর্ঘদিন ধরে আইসক্রীম তৈরী ও তা বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল ফ্যাক্টরীর মালিক।আইসক্রীম তৈরীতে ব্যবহৃত এসব রাসায়নিক পদার্থ জব্দ করে ধ্বংস করা হয় এবং জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষন অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক আজ শনিবার অভিযান চালিয়ে আইসক্রীম ফ্যাক্টরীসহ তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা সংরক্ষন আইনে ১২ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া মেসার্স হাইওয়ে ক্যাফেতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও আমদানিকারক সিল বিহীন বিদেশী পন্য বিক্রির অভিযোগে মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয় এবং জরিমানা করা হয়।

এ সময় জেলা বাজার কর্মকর্তা মোঃ আরিফ হোসেন এবং ক্যাব, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধরোববার থেকে অফিস করবেন ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধ‘ধান নিয়ে ধান্ধাবাজি বন্ধ করুন’