গোপালগঞ্জে কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে গেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে উঠতি ফসলের। এছাড়া টিন চাপা পড়ে মারা গেছে কয়েক হাজার মুরগীর বাচ্চা।

জানাগেছে, শনিবার রাতে গোপালগঞ্জের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায় এতে সদর উপজেলার ও কোটালীপাড়া উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশ কয়েকটি পল্টি ফার্মের টিন চাপা পড়ে কয়েক হাজার মুরগীর বাচ্চা মারা গেছে। ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ভেঙ্গে পড়ে। গাছ ভেঙ্গে পড়ায় ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন স্থানে ধানসহ ফসল ও আমের ক্ষতি হয়েছে।

কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, আমার ইউনিয়নের অনেক রান্না ঘর ও গোয়াল ঘর বিধ্বস্ত হবার খবর পেয়েছি।

কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, আমার ইউনিয়নের অনেক মৌসুমী ফসলের ক্ষতি হয়েছে। অনেক গাছপালা উপড়ে পড়ে কিছু কিছু রাস্তা ঘাটেরও ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বলেন, ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিছু কিছু ক্ষতির কথা শুনেছি। এ গুলো চেয়ারম্যানদের মাধ্যমে জরিপ করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার চেষ্টা করবো।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী জানান, কালবৈশাখী ঝড়ে ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে বশেমুরবিপ্রতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ, শাস্তির দাবীতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধবিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত