গোপালগঞ্জের তরমুজ চাষীরা অর্ধশত কোটি টাকার তরমুজ উৎপাদন করেছে

পপুলার২৪নিউজ হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের তরমুজ চাষীরা অন্তত অর্ধশত কোটি টাকার তরমুজ উৎপাদন করেছে এবছর।
গোপালগঞ্জ কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, জেলার কোটালীপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলার প্রায় ৪০ টি গ্রামের ১১ শো ৫০ হেক্টর জমিতে এ বছর উন্নত জাতের তরমুজ চাষ করা হয়। তরমুজের ফলনও হয়েছে ভাল। কৃষি বিভাগ প্রায় ১৬ হাজার মেট্রিক টন তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রাসারন অফিসের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী বলেছেন, প্রতি বছরই এ অঞ্চলে তরমুজের চাষ বৃদ্ধি পাচ্ছে। কোটালীপাড়া উপজেলা ও সদরের যেসব গ্রামে তরমুজ চাষ হয়ে থাকে ইতোমধ্যে সেসব গ্রাম তরমুজের গ্রাম হিসাবে পরিচিত হয়ে উঠেছে। তিনি জানান, এ বছর এ অঞ্চলের মানুষ অন্ততঃ ৫০কোটি টাকার তরমুজ বিক্রি করবেন।

পূর্ববর্তী নিবন্ধকোটালীপাড়ায় কৃষি ও পল্লী ঋণ বিতরণ
পরবর্তী নিবন্ধডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ : নারী পুলিশসহ আহত ১০