পপুলার২৪নিউজ ডেস্ক:
ক্রিস গেইলের ঝড়ো সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে গেইলের ৬৯ বলে ১৮ ছক্কায় গড়া ১৪৬ রানের সুবাদে ২০৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর। এছাড়া দলের হয়ে ৫১ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম।
বিপিএলের শিরোপা ঘরে তুলতে হলে সাকিব আল হাসানের ঢাকাকে ২০৭ রান করতে হবে।
মিরপুরের স্লো উইকেটে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ঝলমলে করতে পারেনি রংপুর। আগের ম্যাচে সেঞ্চুরি করে দলকে ফাইনালে উন্নীত করে দেয়া জেসন চার্লস ফিরেছেন স্কোর বোর্ডে ৫ রান জমা হতেই। তার উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া রংপুরকে খেলায় ফেরান গেইল। দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন ম্যাককালামকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষাবধি খেলে যান এই ক্যারিবিয়ান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসেই সফলতা পেয়ে যান ঢাকার অধিনায়ক সাকিব। ৩ রান করা চার্লসকে সাজঘরে পাঠান তিনি। ইনিংসের শুরু থেকেই ঢাকার স্পিন আক্রমণে কুপোকাত রংপুর, উইকেট স্লো হওয়ায় বল সেভাবে ব্যাটে আসছিল না। যে কারণে ১০ ওভারে ৬৩ রানের বেশি জমা করতে পারেননি গেইল-ম্যাককালাম। স্কোরটাকে মোটাতাজা করার জন্য প্রাণপণ লড়াই করে গেছেন তারা। শেষ পর্যন্ত গেইল-ম্যাককালামের ২০১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে রানের পাহাড় গড়ে রংপুর।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর : ২০ ওভারে ২০৬/১ রান; (গেইল ১৪৬, ম্যাককালাম ৫১)।