গৃহবধূকে গলা কেটে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

 

জেলা প্রতিনিধি:

রংপুরে দুই সন্তানের জননী মরিয়ম নেছাকে (৩৮) নিজ বাড়িতে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার(৪ জানুয়ারি) দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হল- হামিদুল ইসলাম, আতাউর রহমান, জাহিদুল ইসলাম, নুরুল আমিন ও জাহাঙ্গির আলম। রায় ঘোষণার সময় ৪ আসামি আদালতে উপস্থিত ছিল এবং জাহাঙ্গির আলম নামে এক আসামী শুরু থেকে পলাতক ছিলেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুরের কেরানির হাট জগদিশপুরের শাহাপাড়া এলাকার সিরাজুল ইসলামের মেয়েকে বিয়ে করতে চায় স্থানীয় যুবক হামিদুল ইসলাম। কিন্তু মেয়ের মা মরিয়ম নেছা এই বিয়েতে রাজী ছিলেন না। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মরিয়ম নেছাকে হত্যার পরিকল্পনা করে হামিদুল।

পরে ২০১৩ সালের ১৮ এপ্রিল রাতে নিজ বাড়িতে মরিয়ম নেছাকে (৩৮) গলা কেটে হত্যা করে মামলার আসামিরা।

এ ঘটনায় পরদিন স্বামী সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেফতারের পর আসামি হামিদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সরকার পক্ষের আইনজীবী এপিপি জয়নাল আবেদীন অরেঞ্জ বলেন,২০১৭ সালের ২৫ জানুয়ারি মামলার চার্জ গঠন করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড আব্দুর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধতাদের নিয়ে হতে পারে ‘কুচ কুচ হোতা হ্যায়’র রিমেক
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন আহমেদ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি নির্বাচিত