গোপালগঞ্জ প্রতিনিধি:
গৃহবধূ সুমি হত্যাকান্ডের বিচার ও অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে কাশিয়ানী উপজেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে সুমি হত্যার বিচার ও আসামী গ্রেফতারের দাবীতে কয়েক শত নারী-পুরুষ কাশিয়ানী উপজেলা সদরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বুলু গাজীর মেয়ে মোসাঃ সুমি আক্তার (২৮)-এর সাথে পার্শ্ববর্তী কাগদী গ্রামের মোতালেব মোল্যার ছেলে ট্রাক ড্রাইভার আবুল কালাম মোল্যার সাথে দুই বছর আগে বিয়ে হয়। তারা ঢাকার আশুলিয়াতে ভাড়া বাসায় বসবাস করতো।
গত বুধবার (২৭ মার্চ) আশুলিয়া নিজ বাসা থেকে সুমি নিখোজঁ হয়। তার আত্মীয়-স্বজন তাকে না পেয়ে আশুলিয়া থানায় অভিযোগ দেয়। থানা কতৃপক্ষ ২৮ মার্চ সকল থানায় বার্তা পাঠায় বার্তা নম্বর -৫৯।
গত শুক্রবার (২৯ মার্চ) নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়েরবর এলাকায় মধুমতি নদীতে ওই গৃহবধুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী।পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে নড়াইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেখানে পৌর কবরস্থানে বেওরিশ লাশ হিসাবে তার লাশ দাফন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইজ বুকে সুমির আন্তীয়-স্বজন লাশের ছবি দেখে লোহাগড়া থানায় গিয়ে সুমির ছবি সনাক্ত করে।
সুমির ভাই সোহেল গাজী ও বোন রুমা জানায়, সুমির বিয়ের পর থেকেই কারণে অকারণে স্বামী কামাল তাকে শারিরীক ভাবে নির্যাতন করে আসছিলো। তার স্বামী কামাল মোল্যা ও তার আত্মীয়-স্বজন সাত মাসের অন্ত:স্বত্ত্বা সুমিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং তার পেট ফেড়ে লাশ নদীতে ফেলে দেয়। সে আগে কয়েকবার সাত মাসের অন্ত:সত্ত্বা সুমিকে হত্যা করার চেষ্টা করে।
তারা আরো জানায়, কামাল খুবই খারাপ মানুষ বলে আমার মা রূপালী বেগম তার সাথে আমাদের বোন সুমির বিয়ে দিতে রাজি ছিলো না। আমার মা রূপালী বেগম গত দুই বছর আগে নিখোঁজ হয়েছে। আমাদের ধারণা নিহত সুমির স্বামী কামাল তাকেও খুন করে লাশ গুম করেছে। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই।