গৃহকর্মীর অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও যড়যন্ত্র উল্লেখ করে সংবাদ সম্মেলন শিক্ষকের

গোপালগঞ্জ প্রতিনিধি:
সাবেক গৃহকর্মীকে যৌন হয়রানী অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও যড়যন্ত্র উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) ও বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ শাহজাহান।
শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শ্রেনী কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্যে তিনি বলেন, সব সময় তিনি অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে থেকে প্রতিবাদ করেছেন। সাবেক একজন উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দূর্নীতির বিরোধীতা করে বিশ্ববিদ্যালয়কে কলংকমুক্ত করেছেন। কিন্তু এরপর তিনি ভারপ্রাপ্ত উপাচার্যের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালনকালে ওই সাবেক উপচার্যের সুবিধা ভোগী একটি চক্র তার বিরুদ্ধে গৃহকর্মীকে যৌন হয়রানীর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমার সুনাম ও সম্মান ক্ষুন্ন করতে চক্রান্তে লিপ্ত হয়েছে।

তিনি এর প্রতিবাদ করে আরো বলেন, এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তদন্ত করে সত্য উদঘাটনের দাবী জানিয়েছেন। এ সংবাদ সম্মেলনে তার স্ত্রী পদার্থ বিজ্ঞানের শিক্ষক ড. মোসাঃ হালিমা খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

পূর্ববর্তী নিবন্ধআইবিটিআরএ লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপানিতে ভাসছে মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার ঝুপড়ি ঘর