গুম-খুন আর নির্যাতন থেকে রক্ষা পেতে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ।
তিনি বলেন, দেশে প্রতিনিয়ত মানুষের উপর নির্যাতন হচ্ছে, গুম হচ্ছে, হত্যা হচ্ছে কিন্তু কোন প্রতিকার পাচ্ছে না মানুষ।
সিলেটের ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির শাসন আমলে কথা উল্লেখ করে এরশাদ বলেন, জাতীয় পার্টির শাসন আমলে কেউ খুন হননি, গুমও হননি। মানুষ খুন করে ক্ষমতায় থাকতে চাইনি বলে ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম।
প্রধান অতিথির বক্তব্যে হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, এ অঞ্চলে বন্যায় মানুষ নাকাল। কিন্তু অন্য দলের নেতারা ঢাকায় বসে রাজনীতি নিয়ে ব্যাস্ত। আগামী নির্বাচনের মনোনয়ন নিয়ে ব্যস্ত।
তিনি বলেন,রাজনীতি করতে হলে মানুষের কাছে আসতে হবে। মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করতে হবে।
দেশের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, পত্রিকার পাতা খুললে কোন ভাল খবর নেই। খুন, রাহাজানি আর ঘুষ ছাড়া কিছু নেই। স্বজন হারানোর বেদনা যার প্রিয়জন হারায় সে ছাড়া কেউ জানেনা।
হারানো মানুষের পরিবার কষ্টে দিন পার করছে। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে।
এরশাদ বলেন,আগামী নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ন। দেশের উন্নয়ন অব্যহত রাখতে আর নিরাপদে বাঁচতে চাইলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে তিনি বন্যা কবলিত ৫ হাজার পরিবারের মধ্যে জাতীয় পর্টির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।