পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রায় দেড় দশক পর আজ গোধরায় সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড মামলায় রায় ঘোষণা করলেন গুজরাট হাইকোর্ট। ১১ জনের মৃত্যুদণ্ড রদ করে তা যাবজ্জীবনে বদলে দিয়েছেন আদালত। ওই মামলার শুনানি শেষ হয়েছিল দুই বছর আগেই। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি ওই ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া এই ঘটনায় খালাস পাওয়া ৬৩ জনকে নিয়ে গুজরাট সরকারের আপিল খারিজ করেছেন আদালত।
২০১১ সালে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৬৩ জনকে বেকসুর ঘোষণা করেন বিশেষ সিট আদালত। দোষী সাব্যস্ত করা হয় ৩১ জনকে। সেই রায়কে চ্যালেঞ্জ করে হওয়া মামলার আজ রায় দেওয়া হলো।
সিট আদালতে যাঁদের নিরপরাধ বলে ঘোষণা করা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন তৎকালীন গোধরা পুরসভার প্রেসিডেন্ট মাওলানা উমরজি। এ ছাড়া ছিলেন মুহাম্মাদ হুসেন ক্যালোটা, মুহাম্মাদ আনসারি, নারুমিয়া চৌধুরী। দোষী সাব্যস্ত ৩১ জনের মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকিদের আজীবন কারাবাসের সাজা হয়।
উল্লেখ্য, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনে সবরমতি এক্সপ্রেসের এস ৬ কামরায় লাগা অগ্নিকাণ্ডে ৫৯ জনের মৃত্যু হয়। তাঁদের অনেকেই ছিলেন কর সেবক। অযোধ্যা থেকে ফেরার পথে তাঁরা ওই ঘটনার শিকার হন। তথ্যসূত্র: ইন্ডিয়াটুডে।