গিবসনের নতুন ঠিকানা ইয়র্কশায়ার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সদ্য সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসন এবার কাউন্টিতে নতুন ক্যারিয়ার গড়তে যাচ্ছেন। ইংলিশ কাউন্টির আলোচিত দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

৫২ বছর বয়সী গিবসন নতুন ভূমিকায় নাম লিখিয়েই ইতিহাস গড়েছেন। ইয়র্কশায়ারের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান কোচ হলেন তিনি। আগামী ৩ বছর এই দায়িত্বে থাকবেন ক্যারিবীয় কিংবদন্তি।

চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের পর টাইগারদের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়ান গিবসন। তিনি নিজেই জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আর চুক্তি নবায়ন করতে চান না, খুঁজতে চান নতুন চাকরি।

এরপর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতান্স গিবসনকে বোলিং ও সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়। তবে এই ভূমিকায় গিবসনকে অল্প কিছু দিন দেখা যাবে। ক্যারিবীয় এই কিংবদন্তি থিতু হবেন কাউন্টিতেই, তাও ৩ বছরের জন্য।

এর আগে আজিম রফিকের করা বর্ণবাদের অভিযোগে গত মাসে চাকরি হারান ইয়র্কশায়ারের সর্বশেষ প্রধান কোচ অ্যান্ড্রু গল। ফাঁকা পড়ে থাকা পদে ইয়র্কশায়ার বাংলাদেশে দারুণ সাফল্য পাওয়া গিবসনকেই নিয়োগ দিয়েছে।

নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে উচ্ছ্বসিত গিবসন বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি, একইসাথে অনেক রোমাঞ্চিত। ইংলিশ কাউন্টি ক্রিকেটে অন্যতম সম্মানজনক দায়িত্ব এটা, তাই আমি মেধাবী সব ক্রিকেটারের সাথে কাজ করতে মুখিয়ে আছি।’

পূর্ববর্তী নিবন্ধকন্যা সন্তানের মা হয়েছেন নায়িকা পপি
পরবর্তী নিবন্ধঅবসরের ঘোষণা দিলেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা